দাসগণের প্রাণ হরিতে, ভয় নাহি দূত সমনে
Dasgoner Pran Horite, Bhoy Nahi Dut Somone
রচয়িতা————-
হযরত মাওলানা আবদুল হাদী কাঞ্চনপুরী মাইজভান্ডারী (রঃ)
দাসগণের প্রাণ হরিতে, ভয় নাহি দূত সমনে,
ফুল দেখায়ে প্রাণ হরিবে, নিজ হাতে গাউছে ধনে।।
মনকির নকিরের ডর, নাহিক কবরে মোর,
আদরের চাবুক মেরে, হাঁকাইবেন গাউছে ধনে।।
কোশাদা কবর হবে, পুষ্পশয্যা বিছাইবে,
সামনে বসি হালকাবন্দি, করাইবেন গাউছে ধনে।।