দক্ষিণা পবনে নাচে কালী
Dokkhina Pobone Nache Kali
শ্যামাসংগীত
কথা-ভবা পাগলা
শিল্পী-হৈমন্তি শুক্লা
দক্ষিণা পবনে নাচে কালী
দক্ষিণা পবনে নাচে কালী।।
উত্তরে কেন থেমে গেলি
দক্ষিণা পবনে নাচে কালী।।
পূবে ঐ সূর্যখানি ললাট সিন্দূর
পশ্চিমে ঐ মেঘ যেন কেশের চিকুর
স্বর্গ মর্ত্য রসাতল গড়েছে অঙ্কুর
আকাশী রঙের অঙ্গ জ্বলিছে বিজলী
দক্ষিণা পবনে নাচে কালী।।
ঈশানে ঈশানী তুই মা
সর্বানী সর্বজায়া
অগ্নিকোনে অগ্নিরূপী
উত্তপ্ত বহিছে কায়া
নৈর্ঋতে নিভিতে গতি
দয়াশূন্য মহামায়া
বায়ুকোনে যোগাসনে
মহাশূন্যে লুকাইলি
দক্ষিণা পবনে নাচে কালী।।
উর্দ্ধে তুলিয়া খড়গ
নির্দেশেতে ধ্রুবতারা
মাভৈ অধঃ দিকে
ছেলে রাখি বসুন্ধরা
শুভদৃষ্টি তার উপরে
যে জন ভাবে সর্বহারা
ভবার ভাবের ছবি
কবিতে তাই ফুটে রইলি
দক্ষিণা পবনে নাচে কালী।।