তোরে কে দিলো কুমন্ত্রণা | Tore Ke Dilo Kumontrona | Key Lyrics

তোরে কে দিলো কুমন্ত্রণা
Tore Ke Dilo Kumontrona
শিল্পী -ফকির সাহেব পদকর্তা -ভিক্ষু সাধু
তোরে কে দিলো কুমন্ত্রণা,
তুই মালিকের ডর রাখলিনা।।
ও মনরে,
হাড়ি ভাঙ্গলে খোলা শুদ্ধ-জমি শুদ্ধ চাষে,
নারী শুদ্ধ মাসে, মাসে পুরুষ শুদ্ধ কিসে?
তরে কে দিলো কুমন্ত্রণা,
তুই মালিকের ডর রাখলিনা।।
ও মনরে,
লামের লাঙ্গল মিমের পাল-কোন দিন ধরবি হাল,
সকলেই খায় ঘরে ভাত তোর কে লাগে কিনা?
তরে কে দিলো কুমন্ত্রণা,
তুই মালিকের ডর রাখলিনা।।
ও মনরে,
চাঁদ গেল মেদিনীর কাছে জলে গেলাম ভেসে,
দয়াল ভিক্ষু সাধু মন্ত্র দেয় কোন জায়গায় বসিয়া।
তরে কে দিলো কুমন্ত্রণা,
তুই মালিকের ডর রাখলিনা।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *