তোমার বিচার তুমি কর প্রভু
Tomar Bichar Tumi Karo Prabhu
ছায়াছবি: সন্তান
কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর: অসীম চ্যাটার্জী
কণ্ঠ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
[তোমার বিচার তুমি কর প্রভু]-২
[বুঝি না গো দয়াময়]-২
কেউ লাঞ্চনা দেয় গঞ্জনা
কেউ যন্ত্রণা সয়
প্রার্থনা করি চরণে তোমার
তারা যেন সুখে রয়
[যেন সবারই ভালো হয়]-২
তোমার বিচার তুমি কর প্রভু।
[ভালবাসা দিয়ে যারা আশা নিয়ে
সাজালো এ সংসার,
সাজালো এ সংসার]-২
স্বপ্ন তাদের ভেঙে ভেঙে দাও
বঞ্চনা উপহার
স্নেহের কাঙাল কেঁদে কেঁদে
সারা দু’চোখে অশ্রু বয়
[যেন সবারই ভালো হয়]-২
তোমার বিচার তুমি কর প্রভু।
[প্রাণ থেকে প্রিয় যে বেশি আপন
আদরেরই সন্তান,আদরেরই সন্তান]-২
কেন সে কাঁদায় অকারণে দেয়
জ্বালাময় অপমান
কপালেতে তুমি লিখেছিলে তার
এ শুধু সঞ্চয়
[যেন সবারই ভালো হয়]-২
তোমার বিচার তুমি কর প্রভু।
[তোমার বিচার তুমি কর প্রভু]-২
[বুঝি না গো দয়াময়]-২
কেউ লাঞ্চনা দেয় গঞ্জনা
কেউ যন্ত্রণা সয়
প্রার্থনা করি চরণে তোমার
তারা যেন সুখে রয়
[যেন সবারই ভালো হয়]-২
[তোমার বিচার তুমি কর প্রভু]-৩