তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া | Tomar Kache Fagun Cheyeche Krishnachura | Key Lyrics

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
Tomar Kache Fagun Cheyeche Krishnachura
শিল্পী: শুভমিতা ব্যানার্জী
[তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া]-২
তুমি তাই দু’হাত ভরে দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া।
[তুমি চাও বাউল বাতাস কিংবা
হঠাৎ সর্বনাশা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা]-২
এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায়
পাগলপারা
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া।
[যদি ধর জেতার বাজি আমি হেরে যেতেই রাজি]-২
[কখনো কি শুন্য মন অরণ্য কোণে
হওনি নিজের মুখোমুখি
ভালোবাসার আঁধার তোমায় পোড়ায়নি কি?]-২
সে আঁধারে তুমি কি আমার
অহংকারের পাওনি সাড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দু’হাত ভরে
দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার?
[তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া]-২
…………………………………………………………………………
[Tomar kache fagun cheyeche
Krishnochura]-x2
Tumi tai du hat bhore
Dile aagun ujar kore
Se ki tomar ahonkar
Tomar kache fagun cheyeche
Krishnachura
[Tumi chao baul batash kingba hotath
sorbonasha agun khela
Shanto akashe tokhon sajher bela]-x2
Emni tomar ichhe chola jay vese jay
Pagolpara
Tomar kache fagun cheyeche
Krishnachura
[Jodi dhoro jetaar bazi,
Ami here jete raji]-x2
[Kokhono ki shunno mon aronno kone
Houni nijer mukhomuki
Bhalobashar andhar tomay porayni ki]-x2
Se andhare Tumi ki amar
ahonkar-er paoni Sara
Tomar kache fagun cheyeche
Krishnachura
Tumi tai du hat bhore
Dile aagun ujar kore
Se ki tomar ahonkar
[Tomar kache fagun cheyeche
Krishnachura]-x2

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *