তোমারি গাওয়া গানের সুরে
শিল্পী-অভিজিৎ ভট্টাচার্য
তোমারি গাওয়া গানের সুরে,
পূজা তোমায় যদি করি।।
দোষ ধরনা আমার কোনো
অঞ্জলি যেন আমারই
শিল্পী শিল্পী তুমি অমর শিল্পী।
যখনি গেয়েছ কোনো গান
আনন্দ বা বিরহের
দিয়েছ সে গান উপহার
তুমি তোমার শ্রোতাদের।
স্তব্ধ তুমি চিরতরে
ভাবলে নয়ন আছে ভরি
শিল্পী শিল্পী তুমি অমর শিল্পী।
তোমারি গাওয়া গানের সুরে
পূজা তোমায় যদি করি।
সুরের আকাশে তোমার
প্রীতি থেকে যাবে চিরদিন
দিন মাস বছর যাবে
হবেনা তা ম্লান কোনোদিন।
তোমার আসন থাকবে ফাঁকা
বুকের মাঝে শ্রোতাদেরই।
শিল্পী শিল্পী তুমি অমর শিল্পী।
তোমারি গাওয়া গানের সুরে
পূজা তোমায় যদি করি।
দোষ ধরনা আমার কোনো
অঞ্জলি যেন আমারই
শিল্পী শিল্পী তুমি অমর শিল্পী।