তোমারই চলার পথে দিয়ে যেতে চাই
Tomari Chalar Pathe Diye Jete Chai
ছায়াছবি: একান্ত আপন (১৯৮৭)
কথা: স্বপন চক্রবর্তী
সুর: আর ডি বর্মন
সঙ্গীত: আর ডি বর্মণ
শিল্পী: আশা ভোঁসলে
ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা ও।।
তাই নিয়ে তুমি,
আমায় করো ঋণী,
এই টুকু আশা
ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা।
আমারি জীবনে,
ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারি দান,
হয়তো কখনও,
না পাওয়ার বেদনায়
হয়েছিল কিছু অভিমান।।
সুর ছিল প্রানে,
দিয়ে দিলে তুমি
গানেরই ভাষা।
ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা।
হয়তো কোনদিন,
ভুলে যাবে তুমি
ভুলতে কি পারব তোমায়?
তাই তো এসেছি
আজকে তোমাকে
নীরবে জানাতে বিদায়।।
এমনি করে চলে,
জীবনে মরনে যাওয়া আসা
ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
তাই নিয়ে তুমি,
আমায় করো ঋণী,
এই টুকু আশা
ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা।