তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর | Tomay Amay Mile Badhbo Jetha Ghor

তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
Tomay Amay Mile Badhbo Jetha Ghor
ছায়াছবি: পিতাপুত্র (১৯৬৯)
কথা: প্রণব রায়
সুর: পবিত্র চট্টোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়

 

তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর

[তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
সেই দেশে যাই,আমি সেই দেশে যাই]-২
আ হা আ হা হা হা আ হা আ হা হা হা হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ

[আহা সেই দেশে দু’জনায় স্বপ্ন দিয়ে
বাঁধবো বাসা তরুছায়,
জীবনের স্বর্গ যে গড়ব মোরা
আমার মাটির আঙিনায়]-২
ছন্দে-সুরে,হৃদয় জুড়ে
ফাগুনের বাঁশি যে বাজবে সদাই
গান গেয়ে যাই,আমি সেই দেশে যাই
তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
সেই দেশে যাই,আমি সেই দেশে যাই।
[(মোর) স্বপ্নপুরের সাতমহলে
ইন্দ্রধনুর দীপ জ্বালা]-২
সেইখানে মধু নিশি জাগবো
ওগো মধুমালা
আ হা হা হা হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ

[আহা সেই দেশে চিরদিন ফুলের হাসি
বসন্ত হয় নাকো শেষ,
জীবনের সুর হয় মিলন মধুর
ফুরায় নাকো তারই রেশ]-২
স্বপ্নে গড়া,আশায় ভরা
সে দেশে মেটে যে সব কামনাই
মন বলে যাই,আমি সেই দেশে যাই
তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
[সেই দেশে যাই,আমি সেই দেশে যাই]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *