তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা | Tomra Amay Ki Bujhaiba Ami Puira Hoichi Koyla – Lyrics

তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
Tomra Amay Ki Bujhaiba Ami Puira Hoichi Koyla
মালেক দেওয়ান
তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমার কী বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা (সই গো)
উপর উপর দেখতে ভালা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

যুগের পর যুগ রইলাম আমি গেঁথে নামের মালা (সই গো)
নেয় না মালা, দেয় না গলে বন্ধু করে ছলাকলা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

দুখের পরে সুখ আসে আর জ্বালার পরে ভালা (সই গো)
মালেকে কয় আসবেন কবে আমার বন্ধু চিকন কালা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *