তোতা পাখি উড়ে যানা
Tota Pakhi Ure Jana
ছবি-ফার্স্ট লভ লেটার(হিন্দি)
শিল্পী-অনুপমা দেশপান্ডে, অভিজিত ভট্টাচার্য্য
Tota Pakhi Ure Jana
ছবি-ফার্স্ট লভ লেটার(হিন্দি)
শিল্পী-অনুপমা দেশপান্ডে, অভিজিত ভট্টাচার্য্য
তোতা পাখি উড়ে যানা
তোতা পাখি খবরটা দে না।
তোতা পাখি উড়ে যানা
ও তোতা পাখি খবরটা দে না।
বল্ না তাকে তার এ বিরহ
আমার যে সয়না।
তোতা পাখি উড়ে যানা
ও তোতা পাখি খবরটা দে না।
সারা জীবনে রেখ
এই ব্যথা নিয়ে;
বইবো আমি অন্ধকারে।
দিন যে ফুরাবে
রাত কেটে যাবে
অন্ধ স্মৃতির এই বন্ধ দ্বারে।
সে দিন এমন পোষ মানেনা
মনেতে রয়না।
তোতা পাখি উড়ে যানা
তোতা পাখি খবরটা দে না।
বলনা তাকে তার এ বিরহ
আমার যে সয়না।
তোতা পাখি উড়ে যানা
ও তোতা পাখি খবরটা দে না।
হো ও ও ও হো হো হো
ও ও ও ও আ আ আ
থাকলে পাখা তো,
পেরিয়ে আকাশটা,
স্বর্গ থেকে প্রেম এনে দিতাম,
কখনো কি আমি এত হাহাকারে,
এই বিষের জ্বালায় জ্বলে যেতাম।।
ব্যথার পাথর মেলে বুকে
নামানো যায়না।
তোতা পাখি উড়ে যানা
ও তোতা পাখি খবরটা দে না।
বলনা তাকে তার এ বিরহ
আমার যে সয়না।
তোতা পাখি উড়ে যানা
ও তোতা পাখি খবরটা দে না।
ও ও ও ও ও ও ও ও ও ও ও
দুঃখের কাঁটাগুলো
ছড়িয়ে তবু যে
চলার এ পথে ছড়াবো খুব
এ জীবনে তোমায় ভালবাসতে
কোনদিনও যেন করিনা ভুল
একদিনে আমরা প্রেমেরি পথেই
মেলব দুজনে ভালোবাসায়
মরতে যদি হয় মরবো দুজনে
একটি প্রেমেরি আলো আশায়
একি দুঃখে একি সুখে
সঙ্গে যে দুজনায়।
এসো এসো ও বন্ধু এসো,
কাছে এসো ভালো গো বাস।।