তুলতুলে ফুল ফুলে মুখ তুলে | Choti Si Pyari Si Nanhi Si | Lyrics

তুলতুলে ফুল ফুলে মুখ তুলে
Choti Si Pyari Si Nanhi Si
ছবি: আনাড়ি(হিন্দী)
শিল্পী: অলকা ইয়াগনিক
তুলতুলে ফুল ফুলে,
মুখ তুলে চায়,
ছোট্ট এক পরী।।
এক পা এক পা করে
হেঁটে বেড়ায়
ছোট্ট এক পরী ;
ঝুমঝুমিটা পেলে সে
খুশীতে বাজায়।
পুতুল যেন নিজেই
পুতুল খেলে যায়।
খুকু যখন হাসে
হাসেরে দুনিয়া।
খুকু যখন কাঁদে
কাঁদেরে দুনিয়া।
তুল তুলে ফুল ফুলে,
মুখ তুলে চায়,
ছোট্ট এক পরী ;
এক পা এক পা করে
হেঁটে বেড়ায়
ছোট্ট এক পরী ;
ঝুমঝুমিটা পেলে সে
খুশীতে বাজায়।
পুতুল যেন নিজেই
পুতুল খেলে যায়।
খুকু যখন হাসে
হাসেরে দুনিয়া।
খুকু যখন কাঁদে
কাঁদেরে দুনিয়া।
রা রা রু রা রা রা রা রা রু
রা রা রু রা রা রা রা রা রু।
আধো সে বুলীতে
কি কথা বলে সে ;
সে কথার কি মানে
সেই তো বোঝে ;
দোলনাতে খায় দোল
কখনো বা চায় কোল ;
মাতা এসে আমাকে
সকাল সাঁঝে ;
যার ঘরে নেই এ ধন
নেই যে পিছুটান ;
সন্তানের মুখ দেখেই,
সুখী এই সংসার।।
খুকু যখন হাসে
হাসেরে দুনিয়া
খুকু যখন কাঁদে
কাঁদেরে দুনিয়া
রা রা রু রা রা রা রা রা রু
রা রা রু রা রা রা রা রা রু
তুল তুলে ফুল ফুলে,
মুখ তুলে চায়,
ছোট্ট এক পরী ;
এক পা এক পা করে
হেঁটে বেড়ায়
ছোট্ট এক পরী ;
ঝুমঝুমিটা পেলে সে
খুশীতে বাজায়।
পুতুল যেন নিজেই
পুতুল খেলে যায়।
খুকু যখন হাসে
হাসেরে দুনিয়া।
খুকু যখন কাঁদে
কাঁদেরে দুনিয়া।
রা রা রু রা রা রা রা রা রু
রা রা রু রা রা রা রা রা রু।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *