তুমি বিশ্বজনের প্রভু বিশ্ব-পিতা
Tumi Biswajoner Probhu Biswa-Pita
ছায়াছবি: জনতার আদালত
কথা ও সুর: মনোজ ঠাকুর
সঙ্গীত: মনোজ ঠাকুর
শিল্পী: তীর্থা ঠাকুর
ছায়াছবি: জনতার আদালত
কথা ও সুর: মনোজ ঠাকুর
সঙ্গীত: মনোজ ঠাকুর
শিল্পী: তীর্থা ঠাকুর
[তুমি বিশ্বজনের প্রভু বিশ্ব-পিতা
নতুন স্বর্গ রচিব ধরায়]-২
(প্রার্থনা মোদের,দাও সেই ক্ষমতা)-২
তুমি বিশ্বজনের প্রভু বিশ্ব-পিতা
নতুন স্বর্গ রচিব ধরায়।
[আঁধার ভুবনে রবি ওঠে আকাশে,
শীতল বাণী বহে বাতাসে]-২
(কল্যানকর তুমি জ্যোতির্ময়,
মুক্তিদাতা তুমি মঙ্গলময়)-২
[দেখাও মোদের পথের দিশা]-২
ঘুচাও ক্লান্তি সব দীনতা
(প্রার্থনা মোদের,দাও সেই ক্ষমতা)
তুমি বিশ্বজনের প্রভু বিশ্ব-পিতা
নতুন স্বর্গ রচিব ধরায়।
[সত্যের পথে ঝড় যদি গো আসে,
বিপদে যেন ভয় কভু না আসে]-২
(উন্নত শিরে সব করে ফেল জয়
অনাচার মিথ্যা কর তুমি লয়)-২
[চলার পথে তুমি মোদের]-২
দূর কর পাপের,হীন জড়তা
(প্রার্থনা মোদের,দাও সেই ক্ষমতা)
[তুমি বিশ্বজনের প্রভু বিশ্ব-পিতা
নতুন স্বর্গ রচিব ধরায়]-২
(প্রার্থনা মোদের,দাও সেই ক্ষমতা)-৩