Tumi Na Thakle lyrics | তুমি না থাকলে | অঞ্জন দত্ত | Anjan Dutt

Tumi Na Thakle lyrics
তুমি না থাকলে
তুমি না থাকলে – অঞ্জন দত্ত
Film Title: The Bong Connection Song: Tumi Na Thakle Artist: Anjan Dutta/Usha Uthup Music Director: Anjan Dutta Lyricist: Anjan Dutta Filmstar: Parambrata Chatterjee/Shayan Munshi/Raima Sen/Victor Banerjee/Soumitra Chatterjee/Mir Afsar Ali/June Malia Director: Anjan Dutt

Tumi Na Thakle lyrics

তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না
তুমি না থাকলে মেঘ করে যেত, বৃষ্টি হত না
তুমি আছো বলে মন কষাকষি
করে হাসাহাসি নাক ঘষাঘষি
রা পা পা পা পাপ্পা অং বং ছং
(Oh yeah) Oh yeah

 

তুমি না থাকলে গড়ের মাঠটা মাঠেই মারা যেত
তুমি না থাকলে গড়িয়াহাটটা গুয়াতেমালার মত
তুমি না থাকলে গাইত না গান গুপি বাঘার দল
মোহনবাগান কবে হয়ে যেত শুধু East Bengal
তুমি আছো বলে টেক্সাসে বসে তোপসে মাছের fry
নিউ জার্সিতে তোমার গাড়িতে হঠাৎ তোমাকে চাই
তুমি আছো বলে সিসিলিতে আছে সুচিত্রা-উত্তম
আজ বাগদাদ, কাল ব্যাবিলনে তোমার সম্মেলন
তুমি না থাকলে সুকুমার রায়
লুঙ্গি পরে গামছা গলায় খবর পড়তো
রা পা পা পা পাপ্পা অং বং ছং
Oh yeah
Ooh, this connection

 

তুমি না থাকলে সুমনের নাম হয়ে যেত নচিকেতা
তুমি আসবে বলেই লিখতো না কেউ তোমার মনের কথা
তুমি না থাকলে কবিতার মানে হয়ে যেত কীর্তন
তুমি না থাকলে সুনীল-শক্তি হয়ে যেত সনাতন
তুমি না থাকলে ঊষা উত্থুপ কোচিনেই থেকে যেত
গাইত না গান পাড়ায় পাড়ায় তোমার মনের মত
তুমি না থাকলে Arabian-এর নাম চীন-মুম্বাই
তুমি না থাকলে কোলকাতা ছেড়ে কবে টা টা bye bye
তুমি না থাকলে বনলতাসেন
সকাল সন্ধ্যে ডাক্তার lane-এ কাপড় কাঁচত
রা পা পা পা পাপ্পা অং বং ছং
তুমি না থাকলে… (Oh yeah)
তুমি না থাকলে…
তুমি না থাকলে…
তুমি না থাকলে…
তুমি না থাকলে দেবদাস কবে হয়ে যেত ক্ষুদিরাম
তুমি না থাকলে শুধু ডানদিক থাকত না কোনো বাম
ধর্মতলায় লেগে যেত রোজ ধর্মের যুদ্ধ
তুমি না থাকলে বেচতো বিড়ি গৌতম বুদ্ধ
তুমি না থাকলে…
তুমি না থাকলে রবীন্দ্রনাথ
কালির দোয়াত মাথায় ঠুকে হত কুপোকাত
রা পা পা পা পাপ্পা অং বং ছং
তুমি না থাকলে…
তুমি না থাকলে… (I said give me)
তুমি না থাকলে… (One more time, baby)
তুমি না থাকলে… (Oh no, no)
তুমি না থাকলে… (Oh yeah)
না না না নান্না থাকলে…
তুমি না না না থাকলে…
তুমি তুমি তুমি না থাকলে…
If you weren’t in my life (No, nay)
I gotta no reason to live (No, no)
If you weren’t in my life
Though one all these got to give
No, no, no, no, no, no, no, no, oh babe
তুমি না থাকলে…
Oh yeah
তুমি না না না না না না না না না না না না না না না না থাকলে…
তুমি না থাকলে…
 

তুমি না থাকলে আরেক ফর্মেট

তুমি না থাকলে সকাল টা এতো মিষ্টি হতো না…
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না…
তুমি না থাকলে সকাল টা এতো মিষ্টি হতো না…
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না…
তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি….রা পা পা পা রাম পা পা পা..
তুমি না থাকলে চাঁদ টার গায়ে পড়ে যেত মরচে…
তুমি না থাকলে কিপটে লোকটা হতো না খরছে….
তুমি না থাকলে স্বপ্নের রঙ হয়ে যেত খয়েরী
বন বন করে দুনিয়া টা এই পাড়তো না ঘুরতে….
তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালীর দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত…রা পা পা পা রাম পা পা পা..
তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কতো….
গিটার ফেলে দুহাতে মালাই নামতা শেখাতে হতো….
পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলেটার সাথে
তুমি না থাকলে এই ভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো…
তুমি না থাকলে তাজমহলটা বাননোই হতো না
লাঠা লাঠি এই কাটা কাটি থামানোই যেতো না….
তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেতে গম্ভীর…
তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না…

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *