তুমি দিও কৃপা বিন্দু
Tumi Dio Kripa Bindu
সাধক হালিম বয়াতী
তুমি দিও কৃপা বিন্দু
করুনার সিন্ধু
পারেরই বন্ধু তুমি হইও আখেরে
নবী আয়রে
আয়রে নবী আমার কন্ঠ পুরে
নবী আয়রে
অন্ধকারে আলো নবীর নুরে ছিল
নিরাকারে সেই নুর জলে ভাসিলো
সেই নুরে সংসার কুদরতে মাওলার
সরাজাহান সৃষ্টি হলো মোহাম্মাদী নুরে
নবী আয়রে
আয়রে নবী আমার কন্ঠ পুরে
নবী আয়রে
আপে আল্লাহ সোবাহান বলেছে খাস জবান
করিলেন কোরান দান আমার নুর নবীরে
কোরআনের বর্ণন করিতে বিতরন
আসিলেন নুরীতন মক্কার নগরে
নবী আয়রে
আয়রে নবী আমার কন্ঠ পুরে
নবী আয়রে
নবীর সাথে কোরান খানি
ললাটে নুরানী
শাহাদাতের বানী তার ঠোটের উপরে
ভন্ড বেদীনের দল হয়ে যাবে রসাতল
হালিম বলে চঞ্চল তুমি হইও আখেরে
নবী আয়রে
আয়রে নবী আমার কন্ঠ পুরে
নবী আয়রে