তুমি ডাক দিলে অবলার পানে চাইয়ো রে
Tumi Dak Dile Obolar Pane Chaiyo Re
Lyrics:- Mazharul Islam Jibon
Singer:-Gamsa Polash
তুমি ডাক দিলে অবলার পানে চাইয়ো রে,
ও প্রান বান্ধব রে,,,,,,,
ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে,,
ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে,,
আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি,
বাজার থেকা কিনা আইনো সাদা মার্গীন শাড়ি ।
তুমি নিজ হাতে বধু সাজাইয়া দিও রে,,,,,,,,,
ও প্রান বান্ধব রে,,,,,,,
ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে,,,,,,
চাদনি রাতে আইসো গো বন্ধু চান্দের ও বাহার,
তোমারে বানাইয়া রাখব আমার গলার হার রে,
তোমার আত্তা তে আত্তা মিশাইয়া রব রে,
ও প্রান বান্ধব রে,
ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে,,
আমার বিয়ার বর যাত্রী চার জনা রে দাখি,,,,
তারা আমায় রাইখা আসবে দিয়া মোরে মাটি,
সাধক চানমিয়া রে সংগে কইরা নিয়ো রে,,,,
ও প্রান বান্ধব রে,,,,,
ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে,
ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে,,,,,।।