তুমি ডাকলে পরে আমি
ছবি-বাঁচার লড়াই
শিল্পী-উদিত নারায়ণ
এ এ এ আ আ আ
তুমি ডাকলে পরে আমি
দূরে থাকতে পারিনা
লজ্জ্বা দিয়ে আজ নিজেকে
ঢাকতে পারিনা।
কি যেন কি হয়ে যায়,
কি যেন হয়ে যায়।।
আমি একটুখানি তোমায়
ছেড়ে থাকতে পারিনা
নিজেকে আর দূরে
দূরে রাখতে পারিনা
কি যেন কি হয়ে যায়,
কি যেন হয়ে যায়।।
ছোট্ট গাছে ছোট্ট কলি
হয়নি আজো ফুল
মধু নিতে যেয়ে কভু
করোনা গো ভুল
ভোমর জানে কেমন করে
ফুল ফোঁটাতে হয়
মিলন ছাড়া ফুলের জীবন
হয়না মধুময়
আমি প্রেমের সুভাষ আর
লুকিয়ে রাখতে পারিনা
লজ্জ্বা দিয়ে আজ নিজেকে
ঢাকতে পারিনা।
কি যেন কি হয়ে যায়,
কি যেন হয়ে যায়।।
অঙ্গ তোমার রঙ্গ রসে
দুলছে সারাক্ষণ
এমন সময় কেমন করে
রাখবো বেধে মন
লা লা লা লা লা লা
তু রু তু রু তু রু রু রু
মনের কাছে মনের চিঠি
পৌঁছে যদি যায়
ভালবাসার জবাব এসে
ভালবাসা চায়।
শুধু ভালবাসার কথা
ভুলে থাকতে পারিনা
নিজেকে আর দূরে
দূরে রাখতে পারিনা
কি যেন কি হয়ে যায়,
কি যেন হয়ে যায়।।
তুমি ডাকলে পরে আমি
দূরে থাকতে পারিনা
লজ্জ্বা দিয়ে আজ নিজেকে
ঢাকতে পারিনা।
কি যেন কি হয়ে যায়,
কি যেন হয়ে যায়।।।।।।