তুমি এমন কোনো কথা বলনা | Tumi Emon Kono Katha Bolo Na | Key Lyrics

তুমি এমন কোনো কথা বল না
Tumi Emon Kono Katha Bolo Na
ছায়াছবি: প্রিয় তুমি
কথা: মাসুদ করিম
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: কুমার শানু ও উমা খান
তুমি এমন কোনো কথা বল না
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরণেও কোনো ভয় পাই না
শুধু তোমাকে হারাতে চাই না।।
জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোনো স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরণেও কোনো ভয় পাই না,
শুধু তোমাকে হারাতে চাই না।।
যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু’হাত ধরে খুঁজে নেব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোনো ছবি এঁকো না
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরণেও কোনো ভয় পাই না
শুধু তোমাকে হারাতে চাই না।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *