তুমি আছ বলে, তারা নেভে জ্বলে
Tumi acho bole tara nebhe jole
Tumi acho bole tara nebhe jole
ছায়াছবি: প্রেম কাহিনী
গীতিকার: কবির বকুল
সুর-সঙ্গীত: কৌশিক হোসেন তাপস
শিল্পী: চন্দন সিনহা
[তুমি আছ বলে,
তারা নেভে জ্বলে]-২
সাগরেতে নদী খোঁজে মোহনা
তুমি আছো বলে বাঁচি,
পৃথিবীতে আমি আছি,
তুমি অন্য কারো হতে পারো না
আমি নিঃস্ব হয়ে যাবো জানোনা
যখন তোমাকে পাবো না (২)
চোখে চোখ পড়লেই চোখ সরেনা
এত দেখি তবু মন ভরেনা(২)
মায়া মায়া তোমার হাসি
কথা যেন মধুর বাঁশি
আমি পাইনা খুঁজে তোমার তুলনা
আমি নিঃস্ব হয়ে যাবো জানোনা
যখন তোমাকে পাবো না (২)
ভালোবাসা ছাড়া বল কে বাঁচে
থাক তুমি থাক প্রাণের কাছে (২)
তুমি আমার ভালোবাসা
তুমি আমার আলো আশা
তুমি আমার সে কথাটি মানো না
যখন তোমাকে পাবো না
তুমি আছ বলে,
তারা নেভে জ্বলে(২)
সাগরেতে নদী খোঁজে মোহনা
তুমি আছো বলে বাঁচি,
পৃথিবীতে আমি আছি,
তুমি অন্য কারো হতে পারনা
আমি নিঃস্ব হয়ে যাবো জানোনা
যখন তোমাকে পাবো না (২)