তুই আর আমি পড়তে যাইতাম একই স্কুলে | Tui Ar Ami Porte Jaitam Eki Schoole | Hasan Motiur Rahman

তুই আর আমি পড়তে যাইতাম একই স্কুলে
Tui Ar Ami Porte Jaitam Eki Schoole
Lyrics & Tune: Hasan Motiur Rahman

Keyboard: Jk Majlish, Guitar: Sumon, Drums: Adnan Rushdi
Percussions: Zico, Bass: Kakon, Flute: Sohag, Dotara: Anondo




তুই আর আমি পড়তে যাইতাম একই স্কুলে
তুই আর আমি পড়তে যাইতাম
কত বকুল ফুলের মালা গেথে বকুল ফুলের
মালা গেথে দিতাম গুজে তোর মাথার চুলে
তুই আর আমি পড়তে যাইতাম
কত বকুল ফুলের মালা গেথে বকুল ফুলের
মালা গেথে দিতাম গুজে তোর মাথার চুলে
তুই আর আমি পড়তে যাইতাম
ও বন্ধু তুই আর আমি
প্রথম যেদিন হাউশ করে আলতা লাগাইলি পায়
তোরে দেখে আমার চেয়ে বেশি পাগল হইলো মায়
বেশি পাগল হইলো মায়……
প্রথম যেদিন হাউশ করে আলতা লাগাইলি পায়
তোরে দেখে আমার চেয়ে বেশি পাগল হইলো মায়
বেশি পাগল হইলো মায়
দিলো সে আমায় জানাইয়া
তোরে আনবে বৌ বানাইয়া
দিলো সে আমায় জানাইয়া
তোরে আনবে বৌ বানাইয়া
মনে হলে সেসব কথা মনে হলে
সেসব কথা ধরে মাথা
তুই কেমনে গেছস ভুলে
তুই আর আমি পড়তে যাইতাম
ও বন্ধু তুই আর আমি
বহুদিন পর গত বছর শুনেছি গ্রামে গিয়া
বড়লোকের ছেলের সাথে হয়ে গেছে তোর বিয়া
হয়ে গেছে তোর বিয়া…..
বহুদিন পর গ্ত বছর শুনেছি গ্রামে গিয়া
বড়লোকের ছেলের সাথে হয়ে গেছে তোর বিয়া
হয়ে গেছে তোর বিয়া
বকুল গাছটা মরে গেছে ,
স্কুলটা কলেজ হয়েছে.
সেই বকুল গাছটা মরে গেছে,
স্কুলটা কলেজ হয়েছে
করিম চাচায় আগের মত করিম চাচায়
আগের মতই থাকে বসে
রাস্তার পাশে দোকান খুলে
তুই আর আমি পড়তে যাইতাম
তুই আর আমি পড়তে যাইতাম একই স্কুলে
তুই আর আমি পড়তে যাইতাম
কত বকুল ফুলের মালা গেথে বকুল ফুলের
মালা গেথে দিতাম গুজে তোর মাথার চুলে
তুই আর আমি পড়তে যাইতাম
কত বকুল ফুলের মালা গেথে বকুল ফুলের
মালা গেথে দিতাম গুজে তোর মাথার চুলে
তুই আর আমি পড়তে যাইতাম
ও বন্ধু তুই আর আমি
তুই আর আমি পড়তে যাইতাম
ও বন্ধু তুই আর আমি

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *