তিলেক দাঁড়া ওরে শমন
Tilek Dara Ore Shomon Lyrics
“রামপ্রসাদী গান”
ললিত-খাম্বাজ
তাল-একতালা
কন্ঠ-ধনঞ্জয় ভট্টাচার্য্য / পরিমল ভট্টাচার্য্য
তিলেক দাঁড়া ওরে শমন
তিলেক দাঁড়া ওরে শমন,
বদন ভরে মাকে ডাকি(২)
তিলেক দাঁড়া ওরে শমন
আমার বিপদকালে ব্রহ্মময়ী,
আসেন কিনা আসেন দেখি
তিলেক দাঁড়া ওরে শমন
লয়ে যাবি সঙ্গে ক’রে,
তাতে আবার ভাবনা কি রে?
তারা-নামের কবচ মালা,
বৃথা আমি গলায় রাখি
তিলেক দাঁড়া ওরে শমন
মহেশ্বরী আমার রাজা,
আমি খাস তালুকের প্রজা
আমি কখন নাতান, কখন সাতান,
কখন বাকীর দায়ে না ঠেকি
প্রসাদ বলে মায়ের লীলা,
অন্যে কি বুঝিতে পারে(২)
যাঁর ত্রিলোচন না পেলেন তত্ত্ব,
আমি অন্ত পাব বা কি
তিলেক দাঁড়া ওরে শমন