তারা বলো কী হবে বিফলে দিন যায়
Tara Bolo Ki Hobe Bifole din Jay
কথা-কমলাকান্ত ভট্টাচার্য্য
শিল্পী-শ্রীকান্ত আচার্য্য
তারা বলো কী হবে বিফলে দিন যায়
তারা বলো কী হবে
বিফলে দিন যায়,মা।
মন যে চঞ্চল
অতি নিষেধ না মানে,
তবে আমি কী করি উপায়,গো।
তারা বলো কী হবে
বিফলে দিন যায়,মা।
বিষয়ে আবৃত মন,
ভ্রময়ে অকারণ,
সুত দারা ধন,
আরাধিতে চায় গো।
তারা বলো কী হবে
বিফলে দিন যায়,মা।
কমলাকান্তের চিত,
সদা উন্মত্ত।
শ্যামা মা,যদি রাখ
রাঙা পায় গো।
তারা বলো কী হবে,
বিফলে দিন যায়,মা।।