তাক ডুম তাক ডুম বাজাই বাংলাদেশের ডোল | Tak dum tak dum bajay Bangladesher dhol | Lyrics

তাক ডুম তাক ডুম বাজাই বাংলাদেশের ডোল
Tak dum tak dum bajay Bangladesher dhol
শিল্পী-শচীন চন্দ্র বর্মন/কিরন চন্দ্র রায়
সেই যে দিনগুলি
বাঁশি বাজানোর দিনগুলি
(আরে)বাউলেরও দিনগুলি
ভাটিয়ালির দিনগুলি
আমায় তারা পিছু ডাকে
কূল ভাঙা নদীর বাঁকে
তাল সুপারির ফাঁকে ফাঁকে
পিছু ডাকে ডাকে-
তাক ডুম তাক ডুম বাজাই,
বাংলাদেশের ঢোল(আমি)।।
সব ভুলে যাই,সব ভুলে যাই
তাও ভুলি না।
বাংলা মায়ের কোল।।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল
সব ভুলে যাই।।
তাও ভুলিনা
বাংলা মায়ের কোল।।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল।
বাংলা জনম দিলা আমারে,
তোমার পরাণ আমার পরাণ,
এক নাড়িতে বাঁধা রে।।
বাংলা জনম দিলা আমারে।
মা পুতের এই বাঁধন ছেড়ার
সাধ্য কারো নাই।
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল।।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল
সব ভুলে যাই,সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা মায়ের কোল।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল।
মা তোমার মাটির সুরে সুরেতে
আমার জীবন জুড়াইলা(মাগো)।।
বাউল ভাটিয়ালিতে।
আমার জীবন জুড়াইলা
বাউল ভাটিয়ালিতে।
মা তোমার মাটির সুরে সুরেতে।
পরাণ খুইলা মেঘলা তিতাস,
পদ্মারই গান গাই।।
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল।।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল।
সব ভুলে যাই,সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা মায়ের কোল।।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল।
বাজে ঢোল নরম গরম তালেতে
বিসর্জনের ব্যথা ভুলি,
আগমনির খুশিতে।।
বাজে ঢোল নরম গরম তালেতে
বাংলাদেশের ঢোলের বোলে,
ছন্দপতন নাই(ওরে)।।
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল।।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল।
সব ভুলে যাই,সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা মায়ের কোল।।
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল আমি
তাক ডুম তাক ডুম বাজাই
বাংলাদেশের ডোল।
(আমি)তাক ডুম তাক ডুম বাজাই।।

Check Also

Lyrics

National Anthem of the Republic of India All Language | ভারতের জাতীয় সংগীত | Jana Gana Mana | जन-गण-मन | জনগণমন

National Anthem of the Republic of India All Language ভারতের জাতীয় সংগীত Jana Gana Mana …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *