তব অচিন্ত্য রূপ-চরিত-মহিমা
Taba Achinta Rupa-Charita-Mahima
কথা – বাণীকুমার
সুর – পঙ্কজকুমার মল্লিক
শিল্পী – মানবেন্দ্র মুখোপাধ্যায়
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য থেকে
Taba Achinta Rupa-Charita-Mahima
কথা – বাণীকুমার
সুর – পঙ্কজকুমার মল্লিক
শিল্পী – মানবেন্দ্র মুখোপাধ্যায়
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য থেকে
তব অচিন্ত্য রূপ-চরিত-মহিমা,
নব শোভা, নব ধ্যান রূপায়িত প্রতিমা,
বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে ।
তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে ।।
তব প্রেমনয়ন ভাতি নিখিল তারণী
কনককান্তি ঝরিছে কান্ত বদনে ।।
হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা,
জয় সংগীত ধ্বনিছে তোমারই ভুবনে ।।