তব অচিন্ত্য রূপচরিত মহিমা | Tabo Achintya Rupa Charita Mahima | Durga Puja Agamani Song

তব অচিন্ত্য রূপচরিত মহিমা
Tabo Achintya Rupa -Charita -Mahima
Song by Manabendra Mukhopadhyay
Mahalaya Song




তব অচিন্ত্য রূপচরিত মহিমা।
নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা।


বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে।
তুমি সাধনঘন ব্রহ্ম, গোধন সাধনী,
তব প্রেমনয়নবাতি নিখিল তারণী,
কনককান্তি ঝরিছে কান্ত বদনে।


হে মহালক্ষ্মী জননী, গৌরী, শুভদা,
জয়সঙ্গীত ধ্বনিছে তোমারি ভুবনে।



তব অচিন্ত্য রূপচরিত মহিমা | Tabo Achintya Rupa Charita Mahima | Durga Puja Agamani Song




তব অচিন্ত রুপ-চরিত-মহিমা

তব অচিন্ত রুপ-চরিত-মহিমা

তব অচিন্ত

নব শোভা, নব ধ্যান রুপায়িত প্রতিমা

তব অচিন্ত রুপ-চরিত-মহিমা

তব অচিন্ত

বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে

তব অচিন্ত রুপ-চরিত-মহিমা

তব অচিন্ত

তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে

তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে

তব প্রেম-নয়ন ভাতি নিখিল তারণী

কনককান্তি ঝরিছে কান্ত বদনে

তব অচিন্ত রুপ-চরিত-মহিমা

তব অচিন্ত

হে মহালক্ষী জননী গৌরী শুভদা

হে মহালক্ষী জননী গৌরী শুভদা

জয় সংগীত ধ্বনিছে, ধ্বনিছে তোমারই ভুবনে

তব অচিন্ত রুপ-চরিত-মহিমা

তব অচিন্ত

নব শোভা, নব ধ্যান রুপায়িত প্রতিমা

তব অচিন্ত রূপ-চরিত-মহিমা

তব অচিন্ত




Check Also

যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী | Yaa Chandi Madhukaitavadidaityadalani Yaa Mahishonmulini

যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী Yaa Chandi Madhukaitavadidaityadalani Yaa Mahishonmulini {শ্রীশ্রীচণ্ডিকার ধ্যান, শ্লোক – ৩} …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *