ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে -লিরিক্স | Dhole Jete Jete Dube Gelo Sheshe | Lyrics

ঢলে যেতে যেতে
Dhole Jete Jete
ছায়াছবি: লালকুঠি
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: স্বপন জগমোহন
শিল্পী: কিশোর কুমার,
আশা ভোঁসলে
ঢলে যেতে যেতে, ডুবে গেল শেষে।।
দিন সে রাতের গভীর, আঁধার মনে ওরে।
দিন চেনা চেনা, কত জানা জানা।।
ভাসিয়ে দিলে কখন তারে কেমন করে।
ঢলে যেতে যেতে, ডুবে গেল শেষে।
শুকিয়ে যাওয়া ফুলের মত,
ফুরিয়ে যাওয়া সময় যত।।।
ভাসিয়ে দিও কোনো,
বিস্মরণের রাতে,
তুমি চিরদিনের মাঝে।।
দিনের আলো নাই বা এলো
সাঁঝের আলোয় সাজিয়ে নিও
জীবন নতুন সাজে।
ঢলে যেতে যেতে আহা
ডুবে গেল শেষে আহা
দিন সে রাতের গভীর
আঁধার মনে ওরে।
দিন চেনা চেনা
কত জানা জানা।
লুকিয়ে রাখা মনের কথা,
চৈত্র দিনের ঝরা পাতা।।।
যাবে উড়ে মাতাল কোন,
বৈশাখী এক ঝড়ে,
যেন চিরদিনের তরে।।
শাখায় শাখায় দেখবে তখন
কিশলয়ের ঝাঁকে এসে
আকাশ ভেঙ্গে পড়ে।
দিন চেনা চেনা,
কত জানা জানা।।
ভাসিয়ে দিলে কখন
তারে কেমন করে।
ঢলে যেতে যেতে আহা
ডুবে গেল শেষে উ উ
দিন সে রাতের গভীর
আঁধার মনে ওরে।
ঢলে যেতে যেতে আহা
ডুবে গেল শেষে আহা
ঢলে যেতে যেতে আ আ
ডুবে গেল শেষে আ আ
ঢলে যেতে যেতে আ আ
ডুবে গেল শেষে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *