ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়
Dube Dekh Dekhi Mon Kirup Leelamoy
ফকির লালন সাঁই
ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময় ।
যারে আকাশ পাতাল খুঁজি
এই দেহে সে রয় ।।
লামে আলেফ লুকায় যেমন
মানুষে সাঁই আছে তেমন
তা নইলে কি সব নূরীতন
আদম তনে সেজদা জানায় ।।
শুনতে পাই চার কারের আগে
সাঁই আশ্রয় করে ছিলেন রাগে
সে দেশে অটল রূপ ঝেঁপে
মানুষরূপ লীলা জগতে দেখায় ।।