বলন বাণী “ডুবিল গগনের শশীরে ও শশী ডুবিল গগণে
গীতিকারঃ বলন কাঁইজি।
————————————————-
ডুবিল গগনের শশীরে ও শশী ডুবিল গগণে,
কিবা হারাইলাম জীবনে।
পূর্ণিমাশশী বিলিন হইলে তমসা নেমে আসে,
মনেরমানুষ ছাড়িয়া গেলে নয়নজলে ভাসে,
ডুবিয়া গেলে রবি শশীরে,
ঐ আলো জ্বলে কী কিরণে।
অন্ধকার ঘুচাইয়া যেমন আলোয় দিলো ভরে,
আবার কেন বিদায় নিলো বিশ্ব পাগল করে,
মনের ব্যথা মনে জানেরে,
ব্যথা ফুরাই না জনমে।
মনেরমানুষ হারাইয়া গেলে পুড়ে প্রেমাগুনে,
অন্তরে নিদারুণ ব্যথা কেহ নাহি জানে,
দয়ালের বিচ্ছেদের ব্যথায়রে,
বলন পুড়িছে আগুনে।