ডাক্তার সাব | Daktar Sab | Key Lyrics

ডাক্তার সাব
Daktar Sab
শিল্পী: অর্জুন বিশ্বাস
(লিরিক্স টাইপিং: সুধন্য মন্ডল)
ডাক্তার সাব,ও ডাক্তার সাব
আমার সুখের অভাব
বড়ই শান্তির অভাব
কেমনে আমি মুক্ত হবো
দেন তার জবাব।
ডাক্তার সাব,ও ডাক্তার সাব।
(আরে আরে ছগির সাহেব,
আসেন আসেন
এখন আপনি সুস্থ মানুষ
পরাণ খুলে হাসেন)
কিসের অভাব কি অশান্তি
সেইটা খুইলা কন্
এখন তো আর আগের মতো
আপনি পাগল নন।
পাগল ছিলাম ভালো ছিলাম
যা করতাম আমি,
ভাবত লোকে সব কিছুই
পাগলের পাগলামী।
এখন দুস্থ মাথা সুস্থ হয়ে
পড়েছি টেনশনে
সুখ নাইরে মনে আমার
শান্তি নাইরে মনে।
নতুন বছর দুদিন পর
সেই টেনশনে আসছে জ্বর।
(আরে টেনশন আবার কি?
বলেন তো দেখি!)
বাড়ি ভাড়া বাড়ার টেনশন
নইলে বাড়ি ছাড়ার টেনশন
দ্রব্য মূল্য চড়তি টেনশন
ছেলে মেয়ের ভর্তির টেনশন
পাঠ্য পুস্তক পাবার টেনশন
যানজট ঠেলে যাবার টেনশন।
নতুন বছর এলে এতো
সব সময়েই হয়,
দুইদিনে সব সয়ে যাবে
এত কিসের ভয়?
দুদিনের ভয় কাটার পরে
ও ভয় তো যাবার নয়
সুস্থ হয়ে পাচ্ছি হাজার
ভয়ের পরিচয়।
মাছ,মাংস,সবজিতে বিষ
আগে বুঝতাম না,
যা পেতাম তাই খেয়ে নিতাম
দোষ খুঁজতাম না।
বাস রিক্সার ভাড়া যে ভাই
কত বাড়তে পারে,
পাগল ছিলাম চলতাম হেঁটে
কিছুই জানতাম নারে।
এখন খাদ্যে ভেজাল বাদ্যে ভেজাল
মানুষ জনের স্বার্থে ভেজাল
গদ্যে ভেজাল পদ্যে ভেজাল
কাজ কর্মের মধ্যে ভেজাল
কেশে ভেজাল বেশে ভেজাল।।
সাড়া পরিবেশে ভেজাল।
অসুস্থ এই পরিবেশে
সুস্থ মাথা নিয়ে,
বিপদে পড়েছি ডাক্তার
বেঁচে থাকতে গিয়ে।
চাইনা আমার মাথার ভিতর
সুস্থ একটা ব্রেন,
পাগল করে দেন আমারে
পাগল করে দেন।
আবার পাগল করে দেন আমারে
পাগল করে দেন।
ও ডাক্তার,পাগল করে দেন আমারে
পাগল করে দেন।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *