ঠিক মুসুল্লি বলছ কারে
Thik Musulli Bolcho Kare
Key Lyrics
ফকির লালন সাঁই
ঠিক মুসুল্লি বলছ কারে ।
মুসুল্লি সব এ সংসারে ।।
শুনবো সাঁইয়ের নিগূঢ় কথায়
আশা তসবির জন্ম কোথায়
কে পরালো খিলকা গলায়
মাথায় তাজ পড়ালো কে রে ।।
একটি মরার পাঁচটি কাল্লা
কাল্লায় বলছে আল্লাহ আল্লাহ
কোন কাল্লায় হয় রাছুলউল্লাহ
সদাই নামে কে জপে রে ।।
তহবন পরে হলি খাঁটি
উপরে ডোর নিচে কোপনি
লালন বলে এসব ফষ্টি
খাটবে নারে সাধুর দ্বারে ।।