ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু
Thikana Na Rekhe Bhaloi Korechho Bondhu
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মান্না দে
কণ্ঠ: হৈমন্তী শুক্লা
[ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু]-২
না আসার কোনো কারণ সাজাতে
হবে না তোমায় আর,
বানানো কাহিনী শোনাতে হবে না
কথা দিয়ে না রাখার
ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু।
[হঠাৎ খেয়ালি দিনে
কাছে এসে পথ চিনে]-২
সুযোগ পাবে না দিয়ে যেতে
আর অভিনয় উপহার
না আসার কোনো কারণ সাজাতে
হবে না তোমায় আর,
ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু।
[তোমার হিসেবে কী ভুল রয়েছে?
নিজেই ধরেছো তুমি]-২
ভুলে যেতে চেয়ে ভালোই করেছো তুমি।
[আমার নিয়তি নিয়ে
কোনো অভিযোগ দিয়ে]-২
আমিও পাব না কোনো অবকাশ
কোনো কথা জানাবার
না আসার কোনো কারণ সাজাতে
হবে না তোমায় আর,
বানানো কাহিনী শোনাতে হবে না
কথা দিয়ে না রাখার
[ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু]-২