ঝরা ফুলে হয় না পূজা | Jhora Fule Hoy Na Puja | KeyLyrics

ঝরা ফুলে হয় না পূজা
Jhora Fule Hoy Na Puja
রশিদ সরকার
ঝরা ফুলে হয়না পূজা
ঝরার আগে তুলিতে হয়
যেই ফুলে মোর দিন দয়াময়।
বসন্তের চল্লিশ দিন আগে
সহশ্রারে অনুরাগে
ফুটে সেই ফুল চারি ভাগে
তিন ভাগ কেবল তার প্রকাশ পায়।
১তাহার গোপন থাকে
চাঁদ ওঠিলে মায়ের বুকে
সাধকে ডাকে তোমাকে
করবি সাধন মন যদি চায়।
সেথায় আসমানি চার কিতাব লইয়া
আদ্দ শক্তি মহ মায়া
চার কিতাবে ভেদলে কি আর
সাত বাজারে সাদিতে হয়।
তাই বাউল সম্রাট রশিদ বলে
না বুজে সরকার আবুলে
সুর শুনায়ে মানুষ ভোলায়।
ঝরা ফুলে হয় না পূজা  Jhora Fule Hoy Na Puja  KeyLyrics

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *