জীবন যদি যায় মোর চলে, তাতে ক্ষতি নাই
Jibon Jodi Jay Mor Chole, Tate Khoti Nai
শিল্পী-চম্পা দাস(ঘোষ)
জীবন যদি যায় মোর চলে,
তাতে ক্ষতি নাই,
ভালোবেসে বন্ধু আমি,
যদি তোমায় পাই।।
ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া।
ভালোবেসে গেলাম বন্ধু,
তোমায় পাবো বলে,
বিনে সুতার মালা গেঁথে,
পরাবো যে গলে।।
ফুল কুড়াতে গিয়া দেখি,
ফুল তো ফোঁটে নাই।।
ভালোবেসে বন্ধু আমি,
যদি তোমায় পাই।।
জীবনের শেষ আঁধার যে,
নেমে এসে গেছে,
তৃষ্ণাই ভরা জীবনটা মোর,
শুধু পড়ে আছে।।
দিতে তো পারি নাই কিছু,
মনে ছিল আশা,
শান্তি পাবো হৃদয় মাঝে,
এই ছিল ভরসা।।
এ জীবনে কি লাভ হবে
যদি তোমায় নাহি পাই
এ জীবনে কি লাভ হবে,
যদি তোমায় নাহি পাই।।
ভালোবেসে বন্ধু আমি,
যদি তোমায় পাই।।
জীবন যদি যাই মোর চলে,
তাতে ক্ষতি নাই,
ভালোবেসে বন্ধু আমি,
যদি তোমায় পাই।।
ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া।