জীবনটা তার রাজপথ নয় | Jibonta Tar Rajpoth Noy | Lyrics

জীবনটা তার রাজপথ নয়
Jibonta Tar Rajpoth Noy
ছায়াছবি: প্রতিকার (১৯৮৭)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর ও কণ্ঠ: বাপ্পী লাহিড়ী
বাঘ ভাল্লুক নয় একটা মানুষের
গল্প শোন বলি
সে দহন জ্বালায় জ্বলে মরে
প্রতিকারের আশায় ঘোরে
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি।
মানুষ হয়ে জন্ম নিয়েও
নয় সে তবু মানুষ
স্বপ্ন যে তার হাওয়ায় ওড়া
কাগজের এক ফানুস
ফুল হয়ে সে ফুটল না তো
গন্ধে ভরে উঠল না তো
ঝরের হাওয়া ঝরে গেল
এমনই এক কলি
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি।
অবিচারের বদলা নিতে
জ্বালল আগুন চোখে
নিঠুর সমাজ দিলো না তো
বাঁচতে যে তাই ওকে
কালবৈশাখি ঝড় হল সে
সবার কাছেই পর হল সে
বিবেকটা তার হয়নি তো ছাই
মরণ চিতায় জ্বলি
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি।
ভেঙ্গে দিল নিয়তি তার
স্বপ্নভরা বাসা
বুঝল না কেউ কোনদিন তা
বোবা বুকের ভাষা
গল্প যে তার ফুরিয়ে গেল
নটেগাছটি মুড়িয়ে গেল
জন্মদিনে শুভেচ্ছা নাও
বিদায় বন্ধু চলি
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি
বিদায় বন্ধু এবার চলি
বিদায় বন্ধু এবার আমি চলি।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *