জানিনা কী গাইব আমি
Janina Ki Gaibo Ami
ছায়াছবি: নাটের গুরু
সংগীত: এস পি ভেঙ্কটেশ
কণ্ঠ: মানো (নাগুর বাবু)
[জানিনা কী গাইব আমি ভুলে গেছি আজ
জানিনা কী গাইব আমি ভুলে গেছি আজ
বুকে শুধু হাহাকার সেই তো সাথী আমার
কেমন করে ছিন্নবীণা তুলব যে সুর তোমার কথায়
কেউ জানেনা সেই সুর সব হারাল কোথায়?]-২
[জন্ম দিলো যে সেই মাকে দেখিনি
মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি]-২
বুকচাপা কান্নায় আকাশের তারা দেখে
জীবনে পথে পথে খুঁজে গেছি মাকে
কেমন করে ছিন্নবীণা তুলব যে সুর তোমার কথায়
কেউ জানেনা সেই সুর সব হারাল কোথায়?
জানিনা কী গাইব আমি ভুলে গেছি আজ।
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
[যাকে দেখে মা বলে মনে মনে ডেকেছি
সত্যি কি সে চরণ আমি ছুঁতে পেরেছি]-২
হাত বাড়ালেও সেই প্রতিমার ও চরণ
রয়ে যায় বহু দূর কপালের এ কী লিখন!
কেমন করে ছিন্নবীণা তুলব যে সুর তোমার কথায়
কেউ জানেনা সেই সুর সব হারাল কোথায়
[জানিনা কী গাইব আমি ভুলে গেছি আজ]-২
বুকে শুধু হাহাকার সেই তো সাথী আমার
কেমন করে ছিন্নবীণা তুলব যে সুর তোমার কথায়
কেউ জানেনা সেই সুর সব হারাল কোথায়?