জাতি মোদের এক না হয়ে – Jati Moder Ek Na Hoye (ছায়াছবি: আসল-নকল (১৯৯৮))

 জাতি মোদের এক না হয়ে

Jati Moder Ek Na Hoye

ছায়াছবি: আসল-নকল (১৯৯৮)

কথা: ভবেশ কুণ্ডু

সুর: রাহুল দেব বর্মণ

কণ্ঠ: অমিত কুমার

[(ও) জাতি মোদের এক না হয়ে

হতে পারে অন্য]-২

তাই বলে কি বলতে পার

আমরা সবাই ভিন্ন?

জাতি মোদের এক না হয়ে

হতে পারে অন্য,

তাই বলে কি বলতে পার

আমরা সবাই ভিন্ন?

জাতি মোদের এক না হয়ে

হতে পারে অন্য।

[ও দুঃখ পেলে সবাই কাঁদি

আনন্দেতে হাসি]-২

আপন যারা তাদের সবাই

আমরা ভালোবাসি

[সবই যখন একই তখন]-২

বিবাদ কিসের জন্য?

তাই বলে কি বলতে পার

আমরা সবাই ভিন্ন?

জাতি মোদের এক না হয়ে

হতে পারে অন্য।

[ও মানুষ তুমি মানু্ষ আমি

মানুষ মোরা সবে]-২

ভাইয়ে ভাইয়ে লড়াই কেন

করছি মোরা তবে?

[এসো না আজ হাত মিলিয়ে]-২

বিভেদ করি ছিন্ন

তাই বলে কি বলতে পার

আমরা সবাই ভিন্ন?

জাতি মোদের এক না হয়ে

হতে পারে অন্য,

তাই বলে কি বলতে পার

আমরা সবাই ভিন্ন?

[জাতি মোদের এক না হয়ে

হতে পারে অন্য]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *