জাগরে মন প্রেম সাধনে | Jagore Mon Prem Sadhone

জাগরে মন প্রেম সাধনে
Jagore Mon Prem Sadhone
জাগরে মন প্রেম সাধনে
উজান গাঙ্গে তরী বেয়ে
রুপ-সরুপের ধূলী মাখলে গাঁয়
তারে না কাল সমনে খায়
জাগরে মন প্রেম সাধনে
উজান গাঙ্গে উল্টা ধারা
তিন দিকেতে বহে নহরা
সাধন করছে সাধু যারা
প্রেমের চাবি মেরে থাকে অধরা
জাগরে মন প্রেম সাধনে ঐ
সেই গাঙ্গের গভীরতা অসীম
তার তলা পায় না সসীম
গুরুর ভক্তির বাদাম তুলে
মনি মুক্তা আনে ডুবরী যারা
জাগরে মন প্রেম সাধনে এ
শহীদুল্লাহ দরবেশে দেয় গোপন ইশারা
কোন কালে বহে কোন চাঁন্দের ধারা
নুরুল ইসলাম না দেখলে তোমার মিছে ফকিরী
জানগে কত গহীনে সেই চাঁন্দের বাড়ী।
জাগরে মন প্রেম সাধনে ঐ
জাগরে মন প্রেম সাধনে | Jagore Mon Prem Sadhone

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *