জল আনিবার ছলে রাধা অভিসারে চলে | Jol Anibar Chole Radha Abhisare Chole | Key Lyrics

জল আনিবার ছলে রাধা অভিসারে চলে
Jol Anibar Chole Radha Abhisare Chole
তরজা গান
শিল্পী: অদিতি মুন্সী)
[জল আনিবার ছলে রাধা অভিসারে চলে]-২
ও দেখ ময়ূর নাচে ময়ূরী নাচে
[ময়ূর নাচে ময়ূরী নাচে নাচে শুক-সারি]-২
কি অপরূপ রূপ ধইরা’ছে
ও দেখ কি অপরূপ রূপ ধইরা’ছে;
পড়েছে নীল শাড়ি,রাধা পড়েছে নীল শাড়ি
[জল আনিবার ছলে রাধা অভিসারে চলে]-২
এই যমুনাতে জল আনিতে রাই কিশোরী চলে
যমুনাতে জল আনিতে রাই কিশোরী চলে
এই যমুনাতে জল আনিতে রাই কিশোরী চলে
কোন বনেতে বাজলো বাঁশি
ও আবার কোন বনেতে বাজলো বাঁশি
রাধা রাধা বোলে,বাঁশি রাধা রাধা বোলে
[জল আনিবার ছলে রাধা অভিসারে চলে]-২
ঐ আবার চলিতে নারে চরন যুগল
আরে চলিতে নারে রাধা
ও দেখ চলিতে নারে চরন যুগল
চলিতে নারে রাধা
চলিতে নারে চরন যুগল
চলিতে নারে রাধা
পথের কাঁটা বিঁধলো পায়ে
হায় হায় হায় হায় হায় হায়
ও আবার পথের কাঁটা বিঁধলো পায়ে
মধ্যিখানে বাধা
[পথের মধ্যিখানে বাধা]-২
(যা তাহলে অভিসারে
কি করে যাবে ?)
রাধার কাঁটা বিঁধেছে
(কাঁটা বিঁধেছে)
আরে কাঁটা বিঁধেছে
(কাঁটা বিঁধেছে)
অভিসারে যাবে না রাধার
কাঁটা বিঁধেছে
(কাঁটা বিঁধেছে)
অভিসারে যাবে না রাধার
কাঁটা বিঁধেছে
(কাঁটা বিঁধেছে)
আরে,রাধা আর চলবে না পায়ে
[কাঁটা বিঁধেছে]-৩
পায়ে কাঁটা বিঁধেছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *