জয় জয় দুর্গা মা Lyrics | Joy Joy Durga Maa Lyrics

জয় জয় দুর্গা মা Lyrics

Joy Joy Durga Maa Lyrics

জয় জয় দুর্গা মা
Joy Joy Durga Maa
কথা: প্রিয় চট্টোপাধ্যায়
সুর: জিৎ গাঙ্গুলী
শিল্পী: অভিজিৎ ভট্টাচার্য,
শান,জিৎ গাঙ্গুলী

আগমনী গান
দুর্গা পূজার গান

 

জয় জয় দুর্গা মা Lyrics


[বলো দুর্গা মায় কি? (জয়)]-২
[জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়]-২
খড়গ হাতে রণচণ্ডী তুমি
পাপের নাশে মহাশক্তি তুমি
খড়গ হাতে রণচণ্ডী তুমি
অশুর বিনাশিনী শক্তি তুমি
দশভুজা তোমার অপার মহিমা।
[জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়]-২
[বলো দুর্গা মায় কি? (জয়)]-২
লাগল দোলা ওই কাশের বনে
শারদীয়ার এই খুশির দিনে
হো সুখের ছোঁয়া আজ সবার মনে
মাগো তোমারই আগমনে
খড়গ হাতে নারী শক্তি তুমি
দুর্গতিনাশিনী মুক্তি তুমি
দশভুজা তোমার অপার মহিমা
[জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়]-২
বলো দুর্গা মায় কি? (জয়)
[জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়]-২
বলো দুর্গা মায় কি? (জয়)
সাজল পাড়া আজ সাজল বাড়ি
নতুন জামা গায়ে নতুন শাড়ি
অঞ্জলি দিয়ে মা জানাই তোমায়
সবাই তোমার যেন করুণা পায়
খড়গ হাতে শুভ শক্তি তুমি
প্রাণের চেতনা ভক্তি তুমি
হো হো দশভুজা তোমার অপার মহিমা
[জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা
জয় জয় দুর্গা মা জয়]-২

 

Joy Joy Durga Maa Lyrics

1 thought on “জয় জয় দুর্গা মা Lyrics | Joy Joy Durga Maa Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *