জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে | Joba Ki Tor Vaggo Re Dharadhame | Key Lyrics

জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে
Joba Ki Tor Vaggo Re Dharadhame
কথাও সঙ্গীত: তরুন মল্লিক
শিল্পী: পরীক্ষিত বালা)
[জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে
একদিনেরই জন্ম লয়ে মায়ের চরণে
এই ধরাধামে জবা এই ধরাধামে]-২
জবা কি তোর ভাগ্য রে !
[কোন্ সাধনা পেলি জবা মায়ের চরণ দুটি
একটিবারের মত আমায় বল্ নারে পথটি]-২
ভুলটা কোথায় বল্ রে জবা আমার সাধনে
কেনই বা ঠাঁই হলোনা ঐ মায়ের চরণে।
এই ধরাধামে জবা এই ধরাধামে
জবা কি তোর ভাগ্য রে !
[মানুষ হয়ে চাইনা বাঁচি,হাজার বছর ধরে
একদিনেরই জনমটা হোক জবা তোর ঘরে]-২
ধন্য হবে সাধের জনম,আর কিছু চাইনে
মায়ের সেবা করবো শুধু মনে মনে
এই ধরাধামে জবা এই ধরাধামে
জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে
একদিনেরই জন্ম লয়ে মায়ের চরণে
এই ধরাধামে জবা এই ধরাধামে
এই ধরাধামে জবা এই ধরাধামে
জবা এই ধরাধামে জবা এই ধরাধামে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *