চোখে কেন জল মা তোমার
Chokhe Keno Jol Maa Tomar
ছায়াছবি: মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭)
গীতিকার: প্রিয় চট্টোপাধ্যায়
সুরকার: জিৎ গাঙ্গুলী
কণ্ঠ: কুণাল গাঞ্জাওয়ালা,জিৎ গাঙ্গুলী
ও পামেলা জৈন
[জয় হিন্দ জয় হিন্দ]-৪
[বন্দেমাতরম বন্দেমাতরম]-৪
[চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল]-২
জানি গড়ব আবার সোনার বাংলা
আমরা নই দুর্বল
হো চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল।
[জয় হিন্দ জয় হিন্দ]-৪
[বন্দেমাতরম বন্দেমাতরম]-৪
বীর শহীদের দেখা স্বপ্ন
ব্যর্থ হবেনা কোনোদিন
খেটে খাওয়া মানুষের ঘামে
আসবে সেই স্বপ্নের দিন
সুজলা সুফলা এই
মাটি আমাদের মা
মানুষের অধিকার তাই
কেড়ে নিতে দেবো না
[বন্দেমাতরম]-৪
মুছে দেব জল মা তোমার
মুছব চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল।
জোট বেঁধে সব লড়ব লড়াই
তাই নেমেছি পথে,
এক জাতি এক প্রাণ আমাদের
এগিয়ে যাবো একসাথে।
ধরণী,জননী তুমি আমি ভুলে যাবো না
একতার হবে জয়
শোনো আমরা হেরে যাবো না।
[বন্দেমাতরম]-৪
মুছে দেবো জল মা তোমার
মুছবো চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
[জয় হিন্দ]-৪
[বন্দেমাতরম বন্দেমাতরম]-৪
ও মা