চোখের ভিতর স্বপ্ন থাকে | Choker Bhitor Shopno Thake | জুয়েল ও কনকচাঁপা

চোখের ভিতর স্বপ্ন থাকে
Choker Bhitor Shopno Thake
কথা: জুলফিকার রাসেল
সুর ও সংগীত: বাপ্পা মজুমদার
কণ্ঠ: জুয়েল ও কনকচাঁপা
[চোখের ভিতর স্বপ্ন থাকে
স্বপ্ন বাঁচায় জীবনটাকে
তুমি আমার স্বপ্ন হাজার,
বুকেরই নিঃশ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা?
বাজির কোন তাস]-২
[আঁধারেও ওড়ে ধূলি
খালি চোখে যায় না দেখা তাকে
চাঁদের আলোয় জ্যোৎস্না ভাঙে
তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাঁকে]-২
আঁধার ঘরে যায় না পাওয়া,
স্বপ্নের বুনোহাঁস
তোমায় নিয়ে যায় কি ধরা?
বাজির কোন তাস।
[স্বপ্নটাকে ছুটি দিয়ে
জেগে থেকে লাভ কি বলো বেঁচে?
কোন দুয়ারে খুঁজবো ঝিনুক
তুমি যদি ফেলো সাগর সেঁচে]-২
দিনের আলোয় যায়না ছোঁয়া,
স্বপ্নের অভিলাষ
তোমায় নিয়ে যায় কি ধরা?
বাজির কোন তাস
[চোখের ভিতর স্বপ্ন থাকে
স্বপ্ন বাঁচায় জীবনটাকে
তুমি আমার স্বপ্ন হাজার
বুকেরই নিঃশ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা?
বাজির কোন তাস]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *