চোখেতে শাওন গায় গুন গুন
Choke Te Sawan Gai Gun Gun
ছবি: জ্যোতি
কথা: মুকুল দত্ত
সুর: স্বপন জগমোহন
শিল্পী: কিশোর কুমার
Choke Te Sawan Gai Gun Gun
ছবি: জ্যোতি
কথা: মুকুল দত্ত
সুর: স্বপন জগমোহন
শিল্পী: কিশোর কুমার
চোখেতে শাওন গায় গুন গুন,
বাদল আসে যায় রুনঝুন।।
কেন যে আসে বলো না
চোখেতে শাওন গায় গুন গুন।
নয়ন দুয়ার খুলেছে
দেউলে প্রদীপ জ্বলেছে
মুখ তুলেছে দীপ জ্বলেছে
নয়ন দুয়ার খুলেছে।
চোখ তো মনেরও ছবি
লিখেছে কবিতা কবি
কি যে লেখে বলোনা
চোখেতে শাওন গায় গুন গুন।
হয়তো স্বপ্ন আসবে
ভিজে দু’চোখে বসবে
ধীরে আসবে এসে বসবে
হয়তো স্বপ্ন আসবে।
কোন্ সে গভীর নিশির
বাজায় দূরের বাঁশি
কেন যে ডাকে বলোনা।
চোখেতে শাওন গায় গুন গুন।
উতল পরাণে লাগছে
পিউকে পাপিয়া ডাকছে
যেন লাগছে পিয়া ডাকছে
উতল পরানে লাগছে
মন যে নিজের ভুলে
বসলো বিষের ফুলে
কেন যে বসে বলোনা।
চোখেতে শাওন গায় গুন গুন
বাদল আসে যায় রুনঝুন
কেনো যে আসে বলো না
চোখেতে শাওন গায় গুন গুন।
……………………………………………………………………………..
Chokhete Shawan Gay Gun Gun,
Badol ashe jay run-jhun-[x2]
Keno je ase bolo na
Chokhete Shawan Gai Gungun
Noyono duyar-o khuleche
Deuley pradeep joleche
Mukh tuleche deep joleche
Noyon-o duyar-o khuleche
Chokh-to moner-o chobi
Likheche kobita kobi
Ki je lekhe bolo na
Chokhete Shrawan Gay Gun gun
Hoyto swapno asbe
Bhije du-chokhe bosbe
Ghire asbe,hese bosbe
Hoyto shopno asbe
Kon je gobhiro nishi
Bajay dure-ro banshi
Keno je daake bolo na
Chokhete Shawan Gay Gun Gun