চুমকি চলেছে একা পথে Lyrics | Chumki choleche eka pothe Lyrics
শিরোনাম: চুমকি চলেছে একা পথে – Chumki choleche eka pothe
কন্ঠ: খুরশীদ আলম
সুরকার: দেওয়ান নজরুল
গীতিকার: আলম খান
মুভি: দোস্ত দুশমন
চুমকি চলেছে একা পথে Lyrics
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে
মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি কর
লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি
ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি
চাবুক রেখে আমার হাত ধর
সেই ভাল
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি