This is where the urban lyrical picturization of “Chiltey Rodey” by Arnob entwines with the famous rural tunes of Bhawaiya song “O Ki Ekbar Ashiya” by Abbasuddin Ahmed to express the same deep emotion and hunger in our hearts to be close and in the presence of love. The soulful voices of Arnob and Ripon (Boga) pay tribute to the Real Magic of reminiscing which binds us all in a single thread of togetherness.
Music Composed & Arranged by Shayan Chowdhury Arnob
Chiltey Rodey Written by Saron Datta and Composed by Shayan Chowdhury Arnob
O Ki Ekbar Ashiya Composed by Abbasuddin Ahmed and Written by Abdul Karim
Chief Sound Engineer: Faizan Rashid Ahmad (Buno)
Mixed by Faizan Rashid Ahmad (Buno), Saadul Islam & Yash Divecha
Mastered by Yash Divecha
Shayan Chowdhury Arnob – Vocals
Ripon Kumar Sarkar (Boga) – Vocals
Jannatul Firdous Akbar – Vocals
Rubayat Rehman – Vocals
Saadul Islam – Electric Guitar
Imran Ahmed – Electric Guitar
Shuvendu Das Shuvo – Acoustic Guitar
Faizan Rashid Ahmad (Buno) – Bass Guitar
Rahin Haider – Tenor Saxophone
Sayonton Mangsang – Bansuri
Jalal Ahmed – Bansuri
Hassan Haider Khan – Shehnai
Pantho Kanai – Drums
Mithun Chakra – Percussions
Pradyut Chatterjea – Piano
Mubarak Islam – Percussion
Md. Ashikul Islam – Esraj
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি,
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি।
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে।
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি,
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি,
রোজ সকালে পড়ছে মনে
রোজ সকালে পড়ছে মনে,
এই কথাটা কেমনে বলি ?
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি।।
বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া,
বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া,
আলতো ঘুমেই দুঃখটাকে
আলতো ঘুমেই দুঃখটাকে,
খানিক সুখের প্রলেপ দেওয়া।
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে,
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে।
ও দিয়া ও দিয়া যান রে বন্ধু
ডারা না হন পার,
ওরে থাউক মন তোর দিবার থুবার
দেখাই পাওয়া ভার রে।
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে।
রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলি,
রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলি,
চোখ দুটো খুব পড়ছে মনে
চোখ দুটো খুব পড়ছে মনে,
এই কথাটা কেমনে বলি?
চিলতে রোদে পাখনা ডোবায়।।
কোড়া কান্দে, কুড়ি কান্দে
কান্দে বালিহাঁস,
কোড়া কান্দে, কুড়ি কান্দে
কান্দে বালিহাঁস,
ওরে ডাহুকি কান্দনে সই মুই
ছাড়মু ভাইয়ার দ্যাশ রে।
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে,
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে।
English Lyrics