চিতার আগুনে আমাকে
Chitar Agune Amake
ছায়াছবি: আবিষ্কার
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: লতা মঙ্গেশকর
Chitar Agune Amake
ছায়াছবি: আবিষ্কার
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: লতা মঙ্গেশকর
চিতার আগুনে
আমাকে পোড়াতে পারবে ;
সাদা ছাইগুলো বাতাসে
উড়াতে পারবে।
আমার গানকে
পোড়াতে পারবে না।
চিতার আগুনে,
আমাকে পোড়াতে পারবে।।
সাদা ছাইগুলো বাতাসে
উড়াতে পারবে ;
আমার গানকে
পোড়াতে পারবে না।
চিতার আগুনে আমাকে
পোড়াতে পারবে।
পোড়াতে পারবে জানি
আমার গানের
এই কাগজগুলো,
তানপুরার তারে,
ছড়াতে পারবে জানি,
অনেক ধুলো।।
শুধু যে গান রইল পরে হৃদয় জুড়ে
সে গান থামাতে পারবেনা
চিতার আগুনে
আমাকে পোড়াতে পারবে
চিতার আগুনে
আমাকে পোড়াতে পারবে।
গানের ঘরটা জানি,
পারবে দু’দিন পরে বদলে দিতে,
সরস্বতীর এই ছবিটা পারবে,
খুলে নামিয়ে নিতে।।
শুধু মায়ের আশির্বাদে
আঁকা যে ছবি ;
সে ছবি নামাতে পারবে না।
চিতার আগুনে,
আমাকে পোড়াতে পারবে।।
সাদা ছাই গুলো
বাতাসে উড়াতে পারবে
আমার গান কে
পোড়াতে পারবে না।