চাওয়া পাওয়া ভোগ লালসায় | Chaua Paua Bhog Lalosay | Kari Amir Uddin Ahmed

চাওয়া পাওয়া ভোগ লালসায়
Chaua Paua Bhog Lalosay
আমিরী সঙ্গীত
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
চাওয়া পাওয়া ভোগ লালসায়
গণার দিন ফুরাইয়া যায়’ হায়রে হায়,
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
কি পেয়েছো মিছামিছি’ দেশ বিদেশ ঘুরে,
তুমি খুঁজেছো কারে, কও আমারে ।
প্রানের মানুষ তোমার ঘরে
তোমার গান শুনিতে চায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
ইচ্ছা মর্জি কথায় কাজে’ যখন যেভাবে,
তোমার মতের মিল্ ভবে, নাই যবে ।
প্রেমিক মন কেবা কবে,
আপন ছেড়ে থাকতে চায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
কূ’চিন্তা’ কূ’ইচ্ছা লোভে’ অপবিত্র দ্বিল্
সেই ঘরে থাকে আজাজিল, বেদলিল্ ।
বিয়োগ নাই যার যোগেতে মিল্
সঞ্চয় করে দেশে যায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
মন তোমার এই ইতরপানা’ দেখে হই অবাক্
ও তোর সামনে বিপাক্ ‘কথা রাখ্ ।
আমীর উদ্দিন কাণ্ডারী ডাক্
পাঞ্জাতনের উছিল্লায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
চাওয়া পাওয়া ভোগ লালসায় | Chaua Paua Bhog Lalosay | Kari Amir Uddin Ahmed

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *