চাইছো না কেন | Chaicho Na Keno | তপু

শিরোনামঃ চাইছো না কেন
শিল্পীঃ তপু
অ্যালবামঃ বন্ধু ভাবো কি
সুরকারঃ তপু
গীতিকারঃ তপু
চাইছো না কেন বল কি চাও তুমি
পৃথীবিটা জুরে মোর কারবার,
যা ইচ্ছে তা এই মন চায় যা
একবার চাইলে পাবে বারবার
এই জীবনে হয়তো পরবো না জানি
যা বলেছি দেবো ঠিকই
আমরা যখন স্বর্গবাসী ।।
তোমার মনের ইচ্ছে হলেই এনে দেব এক পলকে,
যদি দেরি হয়ে যায় একটু থেমো স্বর্গ দুয়ারে,
চাও যদি নদী দেব সগরের জল
অবিরাম বৃষ্টি উত্তাল ঝড়,
চাও কুয়াশা দেব বরফের ঢল
কনকনে শীত আচল সম্বল,
তোমার মনে ইচ্ছে হলে এনে দেব এক পলকে,
যদি দেরি হয়ে যায় একটু থেমো স্বর্গ দুয়ারে,
যাচ্ছো না বাইরে আজ আনেক রোদ
মেঘে ঢেকে দেব তা যা ইচ্ছে হোক,
কদছো তুমি ভিজে ওঠে দুই চোখ
মুছে দেব নিমিষে বুলে যাবে সুখ।।
চাও যদি আমাকে তুমি একবার
পাবে রাত্রি দুপুর আলো বা আধার
চাও যদি শুনতে এ গান আবার
এবারেই প্রথম এটাই শেষ বার,,
শুনে নাও তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে,
যদি দেরি হয়ে যায় একটু থেমো স্বর্গ দুয়ারে,
চাইছো না কেন বল কি চাও তুমি ।।
চাইছো না কেন বল কি চাও তুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *