শিরোনাম: চল না সুজন
Cholo Na Sujon
শিল্পী: সজীব রানা ও সালমা
অ্যালবাম: বখাটে
সুরকার: স্বরাজ রানা
গীতিকার: স্বরাজ রানা
মন আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের জুটি
আজ নতুন আলয় আধার কালোর খুনসুটি,
ঝরের বেসে এলো কেসে কাজল সে চোখ দুটি
দিল কঠিন কথার বিষন্নতার ছুটি…..,
তারি সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি
হাজার বারণ আরো কারন তবুও সে দ্বারেই আসি,
চলনা সুজন মিলে দুজন নিলয় আকাশে বাসি
দেখুক লোকে এ দুচোখে তোর অই দুচোখের হাসি,
চলনা সুজন হারাই দুজন বিনা দুষেই হোক ফাসি
দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি ।।
চোরাবালির পিছু টানে বুঝি না এ ভাষার মানে
অসান্ত মন কি উজাতন খোদা জানে,
ঘরের কাজে সকাল সাঝে জিয়মিতির বাঝে বাঝে
কিসের ছায়া একোন মায়া বুঝিনাজে,
ধীরে ধীরে চেনা ভীরে অচেনা বারাবারি
অবুঝ এ মন কি জালাতন এ কেমন আহা জারি,
চলনা সুজন মিলে দুজন আরেকটু হ্মন ঘুরি
দেখুক লোকে এ দুচোখে ছায়া যে শুধু তরি,
চলনা সুজন মিলে দুজন অছেনা শহর গরি
সেই শহরে আপন করে বৃষ্টি ফোটা হয়ে ঝরি ।।
বাদাম খুশাই ভালবাসাই নিয়ন আলয় কাছে আসাই
স্মৃতির খাতাই চোখের পাতায় কিসের ফাকি,
আপন কথার গোপন বেথায় বন্দি খাচার বিষন্নতাই
কিসের জালা কিসের মালাই বুঝনা কি,
গোপন করে আপন তরে বুকের পাজরে রাখি
ঘুমের বড়ি দিয়ে আড়ি হৃদয় বাড়িতে থাকি ,
চলনা সুজন করি কুজন সুখ পাখি হয়ে ডাকি
দেখুক লোকে কেমন তকে প্রেমে জরিয়ে রাখি,
চলনা সুজন পালাই দুজন ওদের কে দিয়ে ফাকি
কোন সমান্তরাল পথের বাকে বাসা বানিয়ে থাকি।।