ঘুম আসে না | Ghum Ashe na | বাপ্পা মজুমদার

ঘুম আসেনা
Ghum Ashena
কথা,সুর ও শিল্পী : বাপ্পা মজুমদার।
অ্যালবাম : বেঁচে থাক সবুজ
[ঘুম আসেনা চোখে আমার]-২
স্বপ্ন হারায় সে পথ পিছু ফেরার
ঘুম আসেনা এই চোখে আমার
স্মৃতির পাতায় সবই ধূসর এলোমেলো ভাবনাগুলো অগোছালো
ভালো লাগে না নিকষ রাত্রিগুলো,ঘুমপরীটা কই পালালো!
পথ ভুলে যাই হায় ফিরে আসার
ঘুম নেই আজও হায় চোখে আমার!
চোখ দুটো পুড়ে যায় ভেজে ভাবনাগুলো
ইচ্ছেগুলো এলোমেলো
ভালো লাগে না এসব ভাবনাগুলো
ঘুমপরীটা কই পালালো
পথ ভুলে যাই হায় ফিরে আসার
ঘুম নেই আজও হায় চোখে আমার!
[ঘুম আসেনা এই চোখে আমার]-২
স্বপ্ন হারায় সে পথ পিছু ফেরার
ঘুম নেই আজও হায় চোখে আমার!
ঘুম আসে না  Ghum Ashe na বাপ্পা মজুমদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *