গোপনে কর গোপী সাধনা
Gopone Koro Gopi Sadhona
কথা,সুর ও কণ্ঠ: কবিয়াল অসীম সরকার
Gopone Koro Gopi Sadhona
কথা,সুর ও কণ্ঠ: কবিয়াল অসীম সরকার
[গোপনে কর গোপী সাধনা]-২
[মধুর ব্রজরসে ডুবে থাকনা]-২
[গোপনে কর গোপী সাধনা]-২
[মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস]-২
মাধুর্য কান্তারসে মদনমোহন হলেন বশ।
[(তোমরা) চাও যদি প্রেমধন,ধর শ্রীরাধা চরণ]-২
রাধা কৃপা বিনে কেউ তারে পাবেনা
[গোপনে কর গোপী সাধনা]-২
অহৈতুকী রাধা প্রেমে,বাধা কৃষ্ণ রসরাজ,
সেই প্রেম ঋণ শোধিবারে,পরিলেন কাঙ্গাল সাজ
[তাই গৌর হয়ে নদে এল,রাধা প্রেম বিতরিল]-২
সবাই হরি হরি হরিবল,যাবে যাতনা
[গোপনে কর গোপী সাধনা]-২
নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ,
নিত্যলীলায় খেলা করে যিনি রসের মহাজন।
[অধম অসীম বলে গোপীভাব জীবনে হলনা লাভ]-২
সেই ভাব জানে আমার তারক সাধনা।
[গোপনে কর গোপী সাধনা]-২
[মধুর ব্রজরসে ডুবে থাকনা]-২
[গোপনে কর গোপী সাধনা]-২